Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ইতিহাস

চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদহলো ০৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের অবস্থান:

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি কুমিল্লা-চাঁদপুর সড়কের পার্শ্বে দমকের গাঁও মৌজায় অবস্থিত। এ পরিষদের নিজস্ব ১.৭৮ একর ভূমি রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় কর্তৃক এ কমপ্লেক্স ভবনটি ১৫ এপ্রিল ২০১১ইং তারিখে শুভ উদ্বোধন হয়।

 

 

১) নাম– ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ।

২) আয়তন– ৫.১৩ বর্গমাইল।

৩) লোকসংখ্যা– ২৪,৮৫৬ জন (প্রায়) (২০১১ সালেরআদমশুমারিঅনুযায়ী)

৪) গ্রামেরসংখ্যা– ১৭টি।

৫) মৌজারসংখ্যা– ১৭ টি।

৬) হাট/বাজারসংখ্যা-২ টি।

৭) উপজেলাসদরথেকেযোগাযোগমাধ্যম–    সড়ক-পরিবহন।

৮) শিক্ষারহার– ৬১.৫১%।

 

৯)    সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ১৩টি,

১০)   বেসরকারীরেজি:প্রাথমিকবিদ্যালয়- ০২টি,