মাসুদ হোসেন : শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিজ্ঞান ও ইংরেজী শিক্ষায় শিক্ষার্থীদেরকে অধিক আগ্রহী ও দক্ষ করে তুলতে শুরু হয়েছে জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩।
এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫টি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান। মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগীতা পর্যবেক্ষণ করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান।
উক্ত প্রতিযোগীতার আহবায়ক শাহমাহমুদপুর ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসালিন ও সদস্য সচিব শাহমাহমুদপুর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এর পর্যবেক্ষণে এ প্রতিযোগীতা সম্পন্ন হয়। উক্ত প্রতিযোগীতায় ক বিভাগ ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ৩২নং লোধেরগাঁও সপ্রাবি, ৩৬নং ভাটেরগাঁও সপ্রাবি ও ৩২নং মহামায়া সপ্রাবি। এছাড়াও মাধ্যমিক পর্যায়ে খ বিভাগ ৬ষ্ঠ শ্রেণীতে কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। গ বিভাগ ৭ম ও ৮ম শ্রেণীতে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ঘ বিভাগ ৯ম ও ১০ম শ্রেণীর বিজ্ঞানে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ঙ বিভাগ ৯ম ও ১০ম শ্রেণীর ব্যবসায় শিক্ষায় কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় উত্তীর্ণ হয়েছে।
এসময় মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা, জিলানী চিশতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসীন উদ্দিন, কুমারডুগী সপ্রাবি’র প্রধান শিক্ষক খোদেজা মজুমদার, পাইকদি সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালক সপ্রাবি’র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মান্দারী সপ্রাবি’র প্রধান শিক্ষক এমেলী খান,
লোধেরগাঁও সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেন মিজি, মহামায়া সপ্রাবি’র প্রধান শিক্ষক শাহিনা আক্তার, দক্ষিণ ভাটেরগাঁও সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, দক্ষিণ পাইকদী সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ভাটেরগাঁও সপ্রাবি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাকী, পশ্চিম ভাটেরগাঁও সপ্রাবি’র সহকারী শিক্ষক শাহ মাহমুদ এমরান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা সপ্রাবি’র সহকারী শিক্ষিকা তাহমিনা খানম, কেতুয়া সপ্রাবি’র সহকারী শিক্ষিকা শাহিনা বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস