Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
The "Monthly General Meeting" of July/2023 will be held on Thursday 06-07-2023 AD at 10.00 a.m. in the Council Chamber.
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়

চাঁদপুর সদর, চাঁদপুর।

স্বারক নং : হা.ইউপি.১৩.২২.৮১.২০২৪- ( ০১ )                                                      তারিখঃ ০১-০৭-২০২৪ খ্রিঃ


মাসিক সাধারণ সভার নোটিশ


চাঁদপুর সদর  ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের জুলাই/২০২৪ মাসের  “মাসিক সাধারণ সভা”  আগামী  ০৭-০৭-২০২৪ খ্রিঃ রোজ রবিবার বেলা  ১০.০০ ঘটিকায় চেয়ারম্যান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ, চাঁদপুর সদর, চাঁদপুর মহোদয়ের সভাপতিত্বে অত্র ইউপির সভাকক্ষে  অনুষ্ঠিত হবে।


উক্ত সভায় সন্মানিত সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।


আলোচ্যসূচীঃ

১) বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।

২) প্রাপ্ত চিঠি পত্রের উপর আলোচনা ও সিদ্ধান্ত

৩)বিবিধ



সভার কার্যপত্রঃ সংযুক্ত/সভার টেবিলে বিতরণ করা হইবে।

(মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন)

সচিব

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ

চাঁদপুর সদর, চাঁদপুর।

মোবাইলঃ ০১৭১৪৩১৬১২১

                                                                                E-mail: upsshahmahmudpur4sadar@gmail.com


স্বারক নং : হা.ইউপি.১৩.২২.৮১.২০২৪- ( ০১ )     তারিখঃ ০১-০৭-২০২৪ খ্রিঃ


অনুলিপি সদয় অবগতির জন্যঃ

১। উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর, চাঁদপুর।


অবগতি ও কার্যার্থেঃ

২। চেয়ারম্যান, ৪নং শাহমাহমুদপর ইউপি, চাঁদপুর সদর, চাঁদপুর।

৩। ইউপি সদস্য জনাব                                     (সকল), ৪নং শাহমাহমুদপুর ইউপি, চাঁদপুর সদর, চাঁদপুর।





(মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন)

সচিব

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ

চাঁদপুর সদর, চাঁদপুর।

                                                                                E-mail: upsshahmahmudpur4sadar@gmail.com

Attachments
Image
Publish Date
01/07/2024
Archieve Date
01/07/2025