চাঁদপুর জেলা প্রশাসনে নতুন দু’জন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) যোগদান করেছেন। রোববার (১৫ অক্টোবর) তাঁরা যোগদান করেন।
এদের মধ্যে একজন হলেন মোহাম্মদ শওকত ওসমান, তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ইউএনও ছিলেন। অপরজন মো. মঈনুল হাসান তিনি মেহেরপুর সদর উপজেলা ইউএনও ছিলেন।
তাঁদের সাথে কথা বলে জানা যায়, শওকত ওসমানের জন্মস্থান চট্টগ্রামের হালিশহর এলাকায়। অপরজন মো. মঈনুল হাসানের জন্মস্থান ঢাকা উত্তরা থানার দক্ষিণখানে। জন্মস্থান ভিন্ন হলেও দু’জনে ২৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিভাগে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসন এখনো তাদের দায়িত্ব বন্টন হয়নি। দু’জনেই নাগরিক সেবা ও সরকারের দায়িত্ব পালনে চাঁদপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS