পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবার নিকট টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবি কার্ডের মাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণে প্রধান অতিথি হিসেবে মাল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, জেলা প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, শাহমাহমুদপুর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ওয়ার্ড সদস্য নাজির হোসেন, শাহদাত হোসেন, মনির হোসেন পাটওয়ারী, বিল্লাল হোসেন খান, জিয়াউর রহমান তপদার, সোহাগ পাটওয়ারী, ইব্রাহীম তালুকদার, কবির হোসেন রনি, মহিলা সদস্য মুক্তা বেগম, লাকী বেগম, ফিরোজা বেগমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS