Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সার ডিলার

সার ডিলারঃ  

সেবার সংক্ষিপ্ত বিবরণ:

ফসল উৎপাদনের জন্য ভালো মানের সার অপরিহার্য। সরকার নিজস্ব উদ্যোগে সার উৎপাদন করেন বা বিদেশ থেকে আমদানি করে। এই সার কৃষক যেন সহজে সংগ্রহ করতে পারে সেই জন্য সরকার ডিলার ও খুচরা বিক্রেতা নিয়োগ করে থাকে। সরকারি এই সেবার মাধ্যমে সারের ডিলার ও খুচরা বিক্রেতা নিয়োগ করা হয়। 

সেবার সুবিধা:

  • বৈধভাবে সার ব্যবসা করা যায়
  • সহজে কৃষকদের মাঝে সার বণ্টন করা যায়

প্রক্রিয়া:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ডিলার নিয়োগ দেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। বিজ্ঞাপন অনুসারে ডিলার হতে আগ্রহী ব্যবসায়ীকে বিজ্ঞপ্তি অনুসারে উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। সার ও বীজ মনিটরিং কমিটি আবেদনের প্রেক্ষিতে সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পেশ করবেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে প্রতি ইউনিয়নে ডিলার শূন্য থাকা সাপেক্ষে একজন পাইকারি বিক্রেতা ও একজন খুচরা বিক্রেতা নিয়োগের ব্যবস্থা করেন। 

যোগ্যতা

প্রযোজ্য নহে।

প্রয়োজনীয় কাগজপত্র

ক. আবেদনপত্র

খ. ৫,০০০/- টাকার ট্রেজারি চালান

গ. ট্রেড লাইসেন্স সনদপত্রের সত্যায়িত কপি

ঘ. গুদাম/দোকানের রেকর্ডপত্রের সত্যায়িত কপি

ঙ. আবেদনকারীর ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

চ. জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্বের সনদ

ছ. পাইকারির ক্ষেত্রে আয়কর সনদপত্রের সত্যায়িত কপি

জ. আইনানুসারে অঙ্গীকারনামা

ঝ. নিজস্ব ঘর না হলে ভাড়ার চুক্তিপত্র

ঞ. খুচরা ৩০,০০০/- ও বিসিআইসি ডিলার-দুই লক্ষ টাকা জামানত

 

প্রয়োজনীয় খরচ

পাইকারি সার ডিলার নিয়োগ-দুই লক্ষ টাকা জামানত

খুচরা সার বিক্রেতা নিয়োগ-ত্রিশ হাজার টাকা জামানত

সেবা প্রাপ্তির সময়

 

কাজ শুরু হবে

উপজেলা ও জেলা পর্যায়ের কৃষি অফিস

আবেদনের সময়

সারা বছর

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা:

১. উপজেলা কৃষি কর্মকর্তা

২. অতিরিক্ত কৃষি কর্মকর্তা

৩. কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

সেবা না পেলে কার কাছে যাবেন

উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা

                 

সার ডিলারবৃন্দঃ

০১। মহামায়া বাজার- মোঃ সফিকুর রহমান।

০২। মহামায়া বাজার- মোঃ মোখলেছুর রহমান।

০৩। মহামায়া বাজার- মোঃ কামাল বেপারী।

০৪। খায়ের মার্কেট- আঃ মালেক খান।

০৫। শাহতলী বাজার- জাহাঙ্গীর খান।

০৬। দমকেরগাঁও- রাসেল পাটওয়ারী।

০৭। পাইকদী- টিপু সুলতান।